পাঠশালা

8

জিল্লুর রহমান পাটোয়ারী

আমি খোকা তুমি খুকি,
যাই পাঠশালাতে চল –
পাঠশালাতে বিদ্যা শিখবো,
সাহস বুকের বল।
বিদ্যা শিখবো গুরুর কাছে,
রাখবো মনে মনে –
নতুন প্রভাত আনবো আমরা,
লেখাপড়ার জ্ঞানে।
পণ করি মন গড়বো মোরা,
ছড়িয়ে জ্ঞানের আলো –
লেখাপড়ায় বুদ্ধি হবে,
সরিয়ে যাবে কালো।
কালো সরে আসবে আলো,
শিক্ষায় দেই মন –
বিদ্যা শেখার এটাই সময়,
এসো করি পণ।