সিংহ মামা

23

নিলুফার জাহান

সিংহ মামার হাঁচি কাশি
পালায় সবে ভয়ে
সর্দি কাশি দেখে সিংহ
থাকে চুপটি হয়ে।

বনের রাজার জ্বর উঠছে
শেয়াল মেপে দেখে
বন্যরা সব পালিয়ে যায়
রাজায় একা রেখে।

আজকে থেকে থাকবে একা
ঢুকে নিজের ঘরে
বলেই শেয়াল যায় যে চলে
হাতির পিঠে চড়ে।

সিংহ মামা শুয়ে থাকে
তিতা ঔষধ খেয়ে
খাবার খেতে দেয় না কেউ
সিংহের কাছে যেয়ে।

মনের দুখে সিংহ মশাই
একা শুয়ে থাকে
হাতি ঘোড়া হরিণ বানর
চলে হাঁকে ডাকে।