নাগরিক আন্দোলনের বিক্ষোভ কর্মসূচী ॥ হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের দুর্নীতিবাজ ও লুটপাটকারীদের চিহ্নিত করে বিচার করুন

6

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের দুর্নীতির বিষয়টি জেলার ২০ লাখ মানুষসহ দেশের কোটি কোটি মানুষকে বিক্ষুব্ধ করেছে। এই লুটপাটের শেষ কোথায়? জনগণ জানতে চায়। বাজার দর যাচাই বাছাই কমিটি এবং ক্রয় সংক্রান্ত কমিটির কাউকেই আসামী না করে শুধুমাত্র কলেজ অধ্যক্ষকে আসামী করে মামলা দায়েরের মাধ্যমে দুদক নিজেকে প্রশ্নবিদ্ধ করেছে। নাগরিক সমাজ মনে করে এই লুটপাটেরসাথে আরো অনেকেই জড়িত। তাই অধিকতর তদন্তের মাধ্যমে দুর্নীতিবাজ লুটেরাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দুদক কেন অভিজ্ঞ আইনজীবী নিয়োগ করে আসামীর হাজত নিশ্চিত করতে পারলেন না অথবা রাষ্ট্রপক্ষের আইনজীবীগণ সঠিক ভূমিকা নিলেন না তা জনগণ জানতে চায়। রাষ্ট্র এর দায় কোনভাবেই এড়াতে পারে না। তাই সকল জনগণ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। গতকাল ২২ অক্টোবর সকাল ১১টায় হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের সম্মুখে সম্মিলিত নাগরিক আন্দোলন, হবিগঞ্জ এর উদ্যোগে কোটি কোটি টাকা লুটপাট এবং দুর্নীতির সাথে জড়িতচক্রের সদস্যদের দ্রুত গ্রেফতার ও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত আসামীদের বিচারের কাঠগড়ায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করে। নাগরিক আন্দোলনের সমন্বয়ক পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সংগঠক শফিকুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন- সিনিয়র আইনজীবী এডভোকেট মুখলেছুর রহমান, এডভোকেট জুনায়েদ আহমেদ, এডভোকেট রনধীর দাশ, সাংবাদিক শোয়েব চৌধুরী, নাগরিক আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী হুমায়ুন খান, সাবেক ভিপি আবু হেনা মোস্তফা কামাল, জেলা বাপা সেক্রেটারী তোফাজ্জল সোহেল, ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক ইয়াছিন খান, যুবনেতা গোলাম সারোয়ার জাহান লিটন প্রমুখ। উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন- চৌধুরী মহিবুন্নুর ইমরান, শাহ আশিকুর রহমান, শিক্ষানবিস আইনজীবী মোঃ সোহরাব খাঁন, শেখ আব্দুল মোতালিব, নারায়ন রবি দাস প্রমুখ। বিজ্ঞপ্তি