নবীগঞ্জে কাতার নেয়ার নামে জাল ভিসা দিয়ে প্রতারণা, তিন জনের বিরুদ্ধে মামলা

22

তোফাজ্জল হোসেন নবীগঞ্জ থেকে :
নবীগঞ্জে কাতার নেয়ার নামে জাল ভিসা দিয়ে প্রতারণার অভিযোগে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার নবীগঞ্জ উপজেলার নারাইন্দি গ্রামের মনর মিয়ার ছেলে রুমেল আহম্মেদ বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলো, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে মোঃ খালেদ মিয়া, তার ভাই মাহমুদ মিয়া ও একই উপজেলার নারাইন্দি গ্রামের নানু মিয়ার ছেলে ছালিক মিয়া। মামলায় অভিযোগ করা হয়, মামলার বাদী রুমেল আহম্মেদকে মামলার ১নং আসামী খালেদ মিয়া কাতার নেয়ার জন্য ৩ লাখ ৬০ হাজার টাকা দিয়ে মৌখিক চুক্তি হয়। কথা অনুযায়ী গত ১৬ জুন প্রথমে ৫০ হাজার টাকা ও পাসপোর্ট দিয়ে দেন। এর পর ২৫ জুলাই রুমেলকে নিয়ে ঢাকায় ট্রেনিং করানো হয়। এরপর ২০ আগষ্ট বাকী ৩ লাখ ১০ হাজার টাকা দেয়ার পর ভিসার একটি ফটোকপি দেয় ১নং আসামী। এরপর তাকে চাপ প্রয়োগ করলে তিনি জানান ধৈর্য ধর কিছুদিনের মধ্যে বিদেশ পাঠানো হবে। এক পর্যায়ে বাদী ভিসা সঠিক আছে কিনা এমবিসিতে যাচাই করলে তারা জানান ভিসাটি জাল। এরপর ১নং আসামী খালেদের সাথে যোগাযোগ করলে তিনি টালবাহানা শুরু করে এবং ভিসা জাল বলে স্বীকার করেন এবং টাকা ফেরত দেয়ার আশ্বাস প্রদান করেন। কিন্তু টাকা ফেরত না দেয়ায় এ নিয়ে বেশ কয়েকবার শালিস বিচার বৈঠক হলেও কোন সমাধান হয়নি ফলে বাধ্য হয়েই আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলা গ্রহণ করে সিআইডি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন।