সিলেটে শুরু হচ্ছে নারীদের আত্মরক্ষামূলক ফ্রি কর্মশালা

9

অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে সিলেটে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী আত্মরক্ষামূলক কর্মশালা। স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন কাকতাড়ুয়ার উদ্যোগে আগামী ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই কর্মশালা হতে যাচ্ছে। বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য ও বাংলাদেশ আনসারের কারাতে খেলোয়ার আয়শা হোসাইন মিম এই প্রশিক্ষণ পরিচালনা করবেন। “জাগো নারী বহ্নিশিখা” নামে এই কর্মশালা নগরীর কীন ব্রীজ সংলগ্ন সারদা হলে আগামী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলবে। কর্মশালার প্রধান সমন্বয়ক রেদওয়ানা তাবাসসুম বলেন, “শুধু আত্মরক্ষা নয়, শারীরিক সুস্থতার জন্যও কারাতে একটি চমৎকার কৌশল। বর্তমান বাস্তবতায় সকল নারীদের আত্মরক্ষার প্রধান কৌশলগুলো জানা প্রয়োজন। সিলেটে তাই আমরা নারীদের জন্য বিনামূল্যে কর্মশালাটির আয়োজন করতে যাচ্ছি।” উল্লেখ্য করোনার এই মহামারীর সময়ে স্বাস্থ্যবিধি মেনে প্রশিক্ষণে অংশ নিতে হবে জানিয়েছে কাকতাড়ুয়া সংগঠন। কাকতাড়ুয়ার ফেইসবুক পেইজে  (https://www.facebook.com/kaaktadua.film/) মেসেজ করে নাম নিবন্ধন করার জন্য সিলেটের সচেতন নারীদের আহ্বান জানিয়েছে কাকতাড়ুয়া। বিজ্ঞপ্তি