হেমন্ত এলো

9

ফেরদৌসী খানম রীনা

হেমন্ত এলো প্রকৃতির মাঝে
নতুন বার্তা নিয়ে,
পাকা ধানের অপরূপ সৌন্দর্য
আর মুগ্ধতা দিয়ে।

হেমন্ত এলে কৃষক হৃদয়
ফিরে পায় প্রাণ,
খুশিতে সুুখের আবেশে
গায় মধুর গান।

হেমন্ত এলে ঘরে ঘরে
পিঠা খাওয়ার ধুম,
পল্লী বধুর চোখে তখন
থাকে না ঘুম।

হেমন্তে পল্লীর ঘরে ঘরে
নবান্নের উৎসব,
সবুজ গাছে গাছে পাখিরা
করে কলোরব।

হেমন্ত এলে ফসলের ক্ষেতে
ঢেউ খেলানো হাসি,
মনোমুগ্ধকর প্রকৃতির রূপ
দেখতে ভালোবাসি।

হেমন্তে বিন্দু বিন্দু শিশির কণা
করে ঝিকিমিকি,
সবুজ ঘাসের বুকে সেই দৃশ্য
দু’চোখ মেলে দেখি।

হেমন্ত এলে চারিদিকে থাকে
সজীবতা, সতেজতা,
পাল তোলা মাঝির গানে
বাড়ে আরো সৌন্দর্যতা।