নিহত রায়হানের পরিবারের পাশে শফিউল আলম নাদেল

14
পুলিশী নির্যাতনে নির্মমভাবে নিহত রায়হানের শিশু ছেলেকে কোলে নিয়ে রায়হানের মাকে সান্ত্বনা দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

পুলিশী নির্যাতনে নির্মমভাবে নিহত রায়হানের পরিবারের সদস্যদের পাশে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
১৪ অক্টোবর বিকেল ৪টায় আখালিয়াস্থ নিহত রায়হানের পরিবারের সদস্যদেরকে তিনি সান্ত্বনা দেন এবং নেতৃবৃন্দ নিহত রায়হানের মা সালমা বেগম, মামা, চাচা, ও অন্যান্য স্বজনদে খোঁজ খবর নেন।
এ সময় এক বিবৃতি তিনি বলেন, তদন্ত অনুযায়ী এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। তিনি বলেন, ঘৃণ্য অপরাধীরা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে একের পর এক এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। অবশ্যই দায়ীদের বিচারের সম্মুখীন হতে হবে। এ সময় তিনি নিহত রায়হানের ২ মাস বয়সী ছেলেকে কোলে তোলে নিয়ে আদর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াস, কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, জগদীশ চন্দ্র দাস, নজরুল ইসলাম নজু, শওকত উসমান, মকবুল হোসেন খান, কয়েছ আহমেদ, সামসুল ইসলাম মিলন, আব্দুল লতিফ রিপন, সালেহ আহমদ লিমন, জুমাদিন আহমদ, রাহাত তরফদার, এহিয়া আহমদ সুমন, সাইফুদ্দিন আহমেদ সাবের, আতিকুর রহমান আতিক, বিলাশ আহমেদ, সাফায়াত খান, ইমদাদুল হক জাহেদ, ফুজায়েল আহমদ জনি, মাসুম তালুকদার, নুরুল হুদা প্রমুখ। বিজ্ঞপ্তি