ওসমানীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা

10

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর। গত মঙ্গলবার ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, র‌্যাব-৯ (সিপিএসসি, ইসলামপুর ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিদপ্তর সিলেট অফিসের সমন্বয়ে মঙ্গলবার বেলা ২টার দিকে ওসমানীনগরের গোয়ালা বাজারে অভিযান পরিচালনা করে। এসময় ভোক্তা অধিকার আইনে রাজ ভোজন রেষ্টুরেন্টকে ৫০ হাজার, আল হাসান ডিপার্টমেন্টাল ষ্টোরকে ১৫ হাজার ও রাহী ডিপার্টমেন্টাল ষ্টোরকে ১৫ হাজার টাকা মিলিয়ে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় নেতৃত্ব দেন র‌্যাব-৯ (সিপিএসসি, ইসলামপুর ক্যাম্প) এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম, সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম ও জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর সিলেট অফিসের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।