হযরত শাহপরান (র.) ওরস এবার হচ্ছে না ॥ ভক্তদের ভিড় না করার জন্য এসএমপি পুলিশের আহ্বান

7

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবার হযরত শাহপরান (র.) ওরস হচ্ছে না। আগামী ২২, ২৩ ও ২৪ অক্টোবর এ ওরস অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু, মহামারির বিস্তার রোধে মাজার কর্তৃপক্ষ এবার ওরস না করার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে যেহেতু এবার ওরস হচ্ছে না, সেহেতু ভক্ত-আশেকানদের মাজারে ভিড় না করার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ভক্ত-আশেকানদের মাজারে সমবেত না হয়ে নিজ নিজ এলাকায় অবস্থান করার অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনাভাইরাস এর সামাজিক সংক্রমণ বৃদ্ধির কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবেক সরকার কর্তৃক মহামারীর প্রকোপ নিয়ন্ত্রনের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়েছে। জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবেক, করোনা ভাইরাস জনিত মহামারীর বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সচেতনতার বিষয়টি বিবেচনায় রেখে হযরত শাহপরান (রহঃ) মাজার শরীফে বার্ষিক ওরস মোবারক বিগত বছরগুলোর ন্যায় এবার উদযাপন না করার সিদ্ধান্ত নেন।