করোনায় ২৪ ঘন্টায় সিলেটে ৩৯ জন শনাক্ত আরও ৪২ জন সুস্থ

4

স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে ছিলেন এমন আরও ৪২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। একই সময়ে বিভাগে আরও ৩৯ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আর বিভাগে এ ২৪ ঘন্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। গতকাল বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে নতুন শনাক্ত ৩৯ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ১৮ জন ও মৌলভীবাজারে ৮ জন রোগী শনাক্ত হয়েছে। এদিন বিভাগের অন্য ২ জেলা হবিগঞ্জ ৬ জন ও সুনামগঞ্জে ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন আরও ৫ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হওয়া ৪২ জনের মধ্যে সর্বাধিক সিলেটে সুস্থ হয়েছেন ৪১ জন। এদিকে গত ২৪ ঘণ্টার সুনামগঞ্জ ও হবিগঞ্জে করোনা আক্রান্ত কোনো রোগী সুস্থ না হলেও মৌলভীবাজারে একজন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৩ হাজার ৫৮ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ১৬৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৭১ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৭৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের ৪ জেলায় বর্তমানে ৫৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১১ হাজার ৪১৭ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২২৪ জন।