শান্ত সিলেটে খুনি প্রদীপের প্রেতাত্মাদের স্থান হবে না ——— প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা

26
পুলিশের হেফাজতে রায়হান হত্যায় জড়িত পুলিশদের শাস্তির দাবিতে প্রিন্সিপাল হাবীবুর রহমান (রহ.) প্রজন্ম আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখছেন সংগঠনের আহবায়ক ও জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা।

হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) সহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত শান্তি সম্প্রীতির শহর সিলেটের শান্ত পরিবেশকে অশান্ত করার পাঁয়তারা বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের হাতে জনগণের জানমালের নিরাপত্তা নেই। ঘুষ ও প্রতারণায়-কে বাণিজ্য করে এক শ্রেণীর বিপদগামী পুলিশ যেমন আইন শৃংখলার বিঘ্ন ঘটাচ্ছে, সেই সাথে পুলিশের সুনাম ক্ষুন্ন করে আসছে। এইসব বিপদগামী পুলিশ সিলেটের পরিবেশের সাথে বেমানান। সিলেট তার ইতিহাসে কখনো কোন অপরাধীদের প্রশ্রয় দেয়নি, এবারও দিবে না। সিলেটের মানুষ আন্দোলনের ভাষা বুঝে আর সিলেটের আন্দোলনের ভাষা সারা দেশের মানুষও বুঝে। প্রশাসন যদি রায়হান হত্যায় জড়িতদের শাস্তি নিয়ে কোন টালবাহানা করে, তাহলে সিলেটবাসী বৃহৎ আন্দোলন ডাক দিবে।
১৩ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট জেলা পরিষদে সম্মুখে নগরীর নেহারিপাড়ার নিরীহ রায়হান কে পুলিশের হেফাজতে নৃশংস অমানবিক নির্যাতনে খুন হওয়া রায়হান হত্যার জড়িত পুলিশদের শাস্তির দাবিতে প্রিন্সিপাল হাবীবুর রহমান (রহঃ) প্রজন্ম আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক ও জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার সিলেটের প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা উপরোক্ত কথাগুলো বলেন।
মাওলানা ফাহাদ আমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, প্রজন্মের সদস্য সচিব ও জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা তাজুল ইসলাম হাসান, জামেয়া তালিমুল কোরানের প্রিন্সিপাল মাওলানা ইমদাদুল হক নোমানী, জামেয়া মাদানিয়ার সহকারী শিক্ষা সচিব মাওলানা মুশফিকুর রহমান মামুন, হাফিজ আব্দুল কাইয়ুম, মাওলানা হাফিজ ফয়জুল ইসলাম, মাওলানা বেলাল আহমদ চৌধুরী, মাওলানা আমিন আহমদ রাজু, সুফিয়ান বিন এনাম, ইকরামুল হক জুনেদ, তানজিল আহমদ, হাফিজ কয়েস আহমদ, আব্বাস উদ্দিন জালালি প্রমুখ। বিজ্ঞপ্তি