ফের প্রশ্নবিদ্ধ নারিনের বোলিং অ্যাকশন

3

স্পোর্টস ডেস্ক :
কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে রোমাঞ্চ ছড়ানো জয় পাওয়া ম্যাচের পর সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছেন কলকাতা নাইট রাইডার্স স্পিনার সুনীল নারিন। ডেথ ওভারে নারিনের অসাধারণ বোলিংয়ে ২ রানের জয় পায় কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘আইপিএলের সন্দেহজনক বোলিং অ্যাকশন নীতি অনুসারে অন ফিল্ড আম্পায়াররা এই প্রতিবেদন তৈরি করেছে। নারিনকে সতর্কতার তালিকায় রাখা হবে এবং টুর্নামেন্টে বোলিং চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে।’
অবশ্য আর একবার সতর্কবার্তা পেলে নারিনকে টুর্নামেন্ট থেকে সাময়িক বরখাস্ত করা হবে এবং বিসিসিআইয়ের সন্দেহজনক বোলিং অ্যাকশন কমিটির অনুমতি নিয়ে আসতে হবে বল করার জন্য।
২০১৪ সাল থেকেই এই ক্যারিবিয়ান অফ স্পিনারকে অ্যাকশন নিয়ে বিপাকে পড়েতে হচ্ছে। ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগে দুইবার সতর্কবার্তা পেয়ে অ্যাকশন নিয়ে কাজ করতে গিয়ে মিস করেছেন ২০১৫ সালের বিশ্বকাপও। ২০১৫ সালের আেইপিএলেও তাকে বরখাস্ত করা হয় যা শুধরে ঐ বছর নভেম্বরে ফিরেছিলেন।