নবাগত ইউএনও’র সাথে কানাইঘাট বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতবৃন্দের সাক্ষাৎ

7

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সাথে বেসরকারি প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার বিকেল ৩টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাক্ষাতকালে নেতৃবৃন্দ তাদের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, তারা দীর্ঘদিন থেকে বিনা বেতনে নিজ নিজ বিদ্যালয়ে পাঠদান করে আসছেন। ২০১৩ইং সালে জাতীয় করার লক্ষ্যে কানাইঘাট উপজেলার প্রায় ২২টি বিদ্যালয় তালিকাভুক্তি করা হলেও নানা জটিলতার কারণে এখনও জাতীয়করণ হয়নি। বর্তমানে বিনা বেতনে মানবেতর জীবন যাপন করছেন তারা। এমতাবস্থায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রকল্প বিদ্যালয়বিহীন গ্রামে নতুন বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে বিভিন্ন স্থানে স্কুল স্ক্যাচ-ম্যাপ এরিয়া নির্ধারণ করা হচ্ছে। শিক্ষক নেতৃবৃন্দ যেখানে বেসরকারি বিদ্যালয় চলমান রয়েছে সেখানে এই প্রকল্পের আওতায় কোন বিদ্যালয় স্থাপন না করার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা সদস্য ফখর উদ্দিন চৌধুরী, হারিছ উদ্দিন, আলবাবুর রহমান, সভাপতি মাস্টার আফতাব উদ্দিন, সহ সভাপতি হোসাইন আহমদ, শিক্ষক জামিল হোসেন প্রমুখ।