সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

5

স্টাফ রিপোর্টার :
সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। এতে কেঁপে ওঠে বাসা-বাড়ি। ওই কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (১০ অক্টোবর) রাত ১১টা ৩৫ মিনিটে সিলেট অঞ্চলে এই মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তবে রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল তা তাৎক্ষণিক জানা যায়নি।
নগরীর কয়েকজন বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ সময় আতঙ্কে অনেককে ছোটাছুটি করতে দেখা গেছে।