বঙ্গবন্ধু হাই-টেক পার্কে বিনিয়োগে আগ্রহীদের নিয়ে বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির মতবিনিময়

9

সিলেটে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাদের নিয়ে এক মতবিনিময় সভা ১০ অক্টোবর শনিবার কোম্পানীগঞ্জ হাই-টেক পার্ক কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, এনডিসি।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্কের পরিচালক (যুগ্ম সচিব) ফাহমিদা আক্তার, উপ সচিব মাকসুদা শিল্পি, উপসচিব মাহফুজুল কবির। বঙ্গবন্ধু হাই-টেক পার্কের কাজের অগ্রগতি ও মাস্টারপ্ল্যান নিয়ে বিষদভাবে আলোচনা করেন প্রকল্প পরিচালক (উপ সচিব) ব্যরিস্টার মোঃ গোলাম সারওয়ার ভূঁইয়া।
মতবিনিময় সভায় বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, এনডিসি বলেন, বর্তমান সরকার দেশের আইসিটি খাতকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোম্পানীগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে দেশ তথ্য-প্রযুক্তি খাতে কয়েকধাপ এগিয়ে যাবে। তবে সেক্ষেত্রে অবশ্যই বিনিয়োগকারী ও আইটি উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি হাই-টেক পার্কে বিনিয়োগে আগ্রহী সিলেটের উদ্যোক্তা ও প্রবাসী সিলেটীদের সেই সুযোগকে কাজে লাগানোর আহবান জানান। বিজ্ঞপ্তি