নারী সাংবাদিক কেন্দ্রের বিবৃতি ॥ নারীর উপর নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন

4

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূর সংঘবদ্ধ ঘটনাসহ দেশ ব্যাপী শিশু ও নারী ধর্ষণের প্রতিবাদে নিন্দা জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সিলেট শাখা। শনিবার সংগঠনের সিলেট জেলার আহবায়ক বিলকিস আক্তার সুমি, সিনিয়র সদস্য মনিকা ইসলাম, এসএ কাকন, সুবর্ণা হামিদ, অমিতা সিংহা ফাতেমা সুলতানা অন্যা মাসুদা সিদ্দিকা রুহি এক বিবৃতিতে ধর্ষক ও নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
এ সময় নারী সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ বলেন- দেশে এখন নারীরা নিরাপদ নয়। স্বজনের সাথে থেকেও ওরা নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে দুষ্কৃিতরা একের পর এক অপরাধ ন্যাক্কারজনক নৃশংস ঘটনা নিত্যদিন করে যাচ্ছে। এ কারণে অবিলম্বে তাদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। না হয় এই দুষ্কৃতিরা বারবার পার পেয়ে যাবে। বিজ্ঞপ্তি