পর্তুগালের গোলরক্ষক লোপেজ করোনায় আক্রান্ত

3

স্পোর্টস ডেস্ক :
পর্তুগালের গোলরক্ষক অ্যান্থনি লোপেজের দেহে করোনা সনাক্ত হয়েছে। যে কারণে রবিবার ফ্রান্সের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে তার আর খেলা হচ্ছে না। পর্তুগীজ ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে।
লিগ ওয়ানের দল লিঁওর এই গোলরক্ষক লোপেজের জন্ম ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর গিভরসে। তার স্থানে ইতোমধ্যেই পর্তুগীজ জাতীয় দলে ভিটোরিয়া গুইমারায়েসের গোলরক্ষক ব্রুনো ভারেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও জাতীয় দলের সাথে যোগ দেবার আগে ভারেলাকেও করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়েই আসতে হবে।
বুধবার স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে গোলর্শূন্য ড্র করেছে পর্তুগাল। এই ম্যাচের ঠিক আগে করোনা পজিটিভ হওয়ায় লিলি ডিফেন্ডার হোসে ফোন্টেকে দল থেকে উঠিয়ে নেয়া হয়। যে কারণে পর্তুগাল দলে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে লোপেজ করোনায় আক্রান্ত হলেন। শুক্রবার দ্বিতীয় দফায় পুরো দলসহ ব্যাকরুম স্টাফদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। এজন্য প্যারিস সফর একদিন পিছিয়ে দেয়া হয়।