“চোর না শুনে ধর্মের বাণী” জগন্নাথপুরে বেড়েছে মসজিদে চুরি

4

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে দিনে দিনে বেড়েছে মসজিদে চুরির ঘটনা। একের পর এক ঘটে চলছে মসজিদে চুরি। পরপর ২ টি মসজিদে চুরির ঘটনায় ধর্মপ্রাণ মুসলিম জনতার মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, ৮ অক্টোবর বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা পশ্চিমপাড়া জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। আছরের নামাজ শেষে ইমাম ও মুয়াজ্জিনের রুম তালাবদ্ধ করে তাঁরা বেরিয়ে যান। মাগরিবের কিছু আগে গিয়ে দেখেন ইমাম ও মুয়াজ্জিনের রুমের তালা ভেঙে নগদ টাকা ও মোবাইল ফোন সহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। এছাড়া গত কয়েক দিন আগে জগন্নাথপুর পৌর এলাকার উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদে চুরি হয়। মসজিদের দান বাক্স ভেঙে টাকা চুরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এতে আবারো প্রমাণিত হলো “চোর না শুনে ধর্মের বাণী”। তাই এসব চোরদের অবশ্যই ধরতে হবে। আনতে হবে আইনের আওতায়। দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। ইবাদত বন্দেগীর পবিত্র স্থান মহান আল্লাহ পাকের ঘর মসজিদকে অবশ্যই নিরাপদ রাখতে হবে। এ জন্য স্থানীয়দের আরো সতর্ক হতে হবে। হতে হবে আরো কৌশলী। যে কোন মূল্যে এসব চোরদের পাকড়াও করে আইনের হাতে তুলে দিতে হবে। মুখোশ উন্মোচন করতে হবে এসব মানুষ রূপী শয়তানদের। যাতে আর কোন মসজিদে চুরি করার সাহস না পায় এসব ঘৃন্য চোরেরা। এমন অভিমত ক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসলিম জনতার।