বৃষ্টি

17

শেখ ফয়জুর রহমান

রাতদিন ঝর্ঝ ঝরে যায় মেঘ,
পাট ক্ষেত ছুঁয়ে দেয় বাতাসের বেগ।
শিহরিত ঘাসফুল,
নাচে কার এলো চুল ?

ভেসে যায় কাদাজলে খুকিটার হাঁড়ি,
হাটে-মাঠে কেউ নেই, সবে রই বাড়ি।
ডেকে যায় বকদল,
কুঁড়ে মাছ খলবল।

জল পড়ে নড়ে উঠে কদমের পাতা,
চাল ফুটো — ভিজে গেছে দাদিমার কাঁথা।
বর্ষার রস রূপ
সত্যিই অপরূপ !