চুনারুঘাটের পারকুল চা বাগানে চা শ্রমিকদের মানববন্ধন ও কর্মবিরতি

28
মজুরী বৃদ্ধি ও পূজার বোনাস ও চুক্তি বৃদ্ধি নবায়নের দাবিতে চুনারুঘাটের পারকুল চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও কর্মবিরতি।

চুনারুঘাট থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগানে চা শ্রমিকদের মজুরী বৃদ্ধি ও দুর্গা পূজার আগে বকেয়া বোনাস প্রদান সহ নতুন চুক্তি সম্পাদনের দাবিতে পারকুল চা বাগান পঞ্চায়েত কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নাচঘর দুর্গা মন্দির প্রাঙ্গণে মানববন্ধন ও ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে বাগানের চা শ্রমিকরা। ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও পারকুল বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রিপন দেব তপন এর সভাপতিত্বে মানববন্ধন ও কর্মবিরতি সভায় বক্তব্য রাখেন, স্বেচ্ছায় সদ্য বিদায়ী চুনারুঘাট উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির জয়েন্ট সেক্রেটারী সাংবাদিক ফারুক মাহমুদ, বালিশিরা ভ্যালীর উপদেষ্টা সমর লাল চৌহান, ৯নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মীরেন ভৌমিজ, পারকুল বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি গিরিধারী চৌহান, সাবেক সভাপতি অজিত রাজভল্লব, সাবেক সভাপতি প্রদীপ বুনার্জী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কমল পাল, বাগান পঞ্চায়েত কমিটির মহিলা নেত্রী রেনু তাঁতী, ললিতা তাঁতী, নমিতা বুনার্জীসহ বাগান পঞ্চায়েত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় চা শ্রমিকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও নারী-পুরুষ চা শ্রমিকরা মানববন্ধন ও ২ ঘণ্টা কর্মবিরতি পালন করে এবং বিক্ষোভ মিছিল ও পথসভা করে।