মৌলভীবাজারে ধর্ষণবিরোধী সমাবেশে ছাত্রলীগের হামলায় বাম গণতান্ত্রিক জোটের নিন্দা

9

মৌলভীবাজারে ধর্ষণবিরোধী সাধারণ শিক্ষার্থীর শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা পরিচালনা কমিটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফর, বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জ্বল রায়, সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, সিপিবি যুগ্ম সম্পাদক খায়রুল হাছান, বাসদ(মার্কসবাদী) সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, ও বাসদ সদস্য প্রণব জ্যোতি পাল এক য্ক্তু বিবৃতিতে বলেন, একেরপর এক নারী ধর্ষণের ঘটনা গঠছে। যার বেশীরভাগ ক্ষেত্রে যুক্ত শাসক দলের নেতাকর্মীরা। জাগ্রত বিবেকের কারণে দেশ আজ ধর্ষণবিরোধী আন্দোলনে উত্তাল। সরকার ধর্ষণবিরোধী আন্দোলন কে পুলিশ কিংবা ছাত্রলীগ দিয়ে ধমন করতে চায়। যা সরকারের স্বৈরাচারী -ফ্যাসিবাদী আচরনের বহিঃপ্রকাশ।
মৌলভীবাজারে সাধারণ শিক্ষার্থীর ধর্ষণবিরোধী সমাবেশে ছাত্র লীগের হামলায় মৌলভীবাজার জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সহ সভাপতি বিশ্বজিত নন্দি, দপ্তর সম্পাদক রাজিব সূত্রধর, ছাত্র ইউনিয়ন নেতা শিহাব আহমদ, আবু নাহিয়ান শিপু সহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ আহত হওয়ায় তীব্র নিন্দা জানান এবং হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিজ্ঞপ্তি