নগরীতে তরুণী ধর্ষণ ও স্কুলছাত্রী যৌন নিপীড়নের ঘটনায় স্থানীয়দের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

9

স্টাফ রিপোর্টার :
নগরীর কাজলশাহ ও বাগবাড়ী এলাকায় তরুণী ধর্ষণ ও ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। গত বুধবার মধ্যরাতে স্থানীয় বাসিন্দারা এ প্রতিবাদ জানান।
বিভিন্ন সূত্রে জানা গেছে, কাজলশাহ এলাকায় ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১১) যৌন নিপীড়নের দায়ে থানায় মামলা হয়েছে। গত বুধবার ৭ অক্টোবর রাতে কোতোয়ালি থানায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে একজনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার এজহার নামীয় আসামী হচ্ছে, কাজলশাহ এলাকার অশুক খান (৫০) নামের এক ব্যক্তি। বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের এক কর্মকর্তা। তিনি জানান, স্কুলছাত্রী কাজলশাহ এলাকার একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। গত ৮ আগষ্ট অশুক খান নামের ওই ব্যক্তি স্কুলছাত্রীকে নানাভাবে যৌন নিপীড়ন করেছে। শুধু ওইদিন নয় একাধিকবার তাকে শরীরের বিভিন্নস্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। পুলিশ মামলার আসামীকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে। এদিকে, বুধবার রাতে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে কাজলশাহ এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
এদিকে নগরীর বাগবাড়ি এলাকায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের গ্রেফতারের দাবিতে গত বুধবার মধ্যরাতে ওই এলাকায় বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় তারা সড়কে টায়ারও পুড়িয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাগবাড়ি নুরীয়া মসজিদের পাশের বাসায় এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষনিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
এদিকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় নেমে আসেন। রাত ৩ টায় স্থানীয় জনতা বিক্ষোভ করেছেন। কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলেও উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বলেন, বাগবাড়ি এলাকার কিছু বাসিন্দা সড়কে বিক্ষোভ করছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। তবে ধর্ষণের কোনো অভিযোগ এখনও পাইনি।