জগন্নাথপুরে প্রশাসনের বাধার মুখে বিএনপির মিছিল-সমাবেশ পন্ড

9
জগন্নাথপুরে বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে প্রশাসনের বাধার মুখে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর বুধবার জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রাজু আহমদের ধানের শীষের সমর্থনে স্থানীয় পৌর পয়েন্টে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে প্রশাসন সমাবেশের অনুমতি না থাকায় বাধা দেন। এ সময় আলোচনাক্রমে ১০ মিনিটের সময় বেধে দিয়ে সমাবেশের অনুমতি দেয়া হয়।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টারের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মেয়র প্রার্থী রাজু আহমদ।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক, কেন্দ্রীয় সহ-সভাপতি আনছার উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, আবুল কালাম আজাদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েছ সহ হাজারো নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।