ম্যানইউয়ের সঙ্গে কাভানির চুক্তি

6

স্পোর্টস ডেস্ক :
অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সাবেক তারকা এডিনসন কাভাবিন। প্রাথমিকভাবে ৩৩ বছর বয়সী এই তারকা এক বছরের জন্য চুক্তি করেছেন। তবে, চুক্তিতে আরো ১২ মাস তথা এক বছরের অপশন রাখা হয়েছে।
উরুগুয়ের এই স্ট্রাইকার ওল্ড ট্র্যাফোর্ডে প্রতি মৌসুমে ১১ মিলিয়ন ইউরো আয় করবেন। এছাড়া বোনাস এবং অন্যান্য বিষয় মিলিয়ে আরো ৬ মিলিয়ন ইউরো আয়ের পথ খোলা রয়েছে এই ফুটবলারের জন্য।
চুক্তিতে স্বাক্ষর করার পর এডিনসন কাভানি বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড বিশ্বের অন্যতম সেরা ক্লাব। আমার জন্য এটি বিরাট সম্মানের। অফ টাইমে (পিএসজি ছাড়ার পর) আমি অনেক পরিশ্রম করেছি। চমৎকার এই ক্লাবের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
তিনি বলেন, ‘ক্যারিয়ারে আমি অনেক আবেগপ্রবণ ও ফুটবল পাগল সমর্থকদের সামনে খেলেছি। আমি মনে করি, ম্যানচেস্টারেও বিষয়টি একই হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দর্শকরা মাঠে ফিরবেন। ওল্ড ট্র্যাফোর্ডের পরিবেশের অভিজ্ঞতা নিতে আমার তর সইছে না।’
তিনি বলেন, ‘ফুটবল বইয়ে আমি আমার গল্প লিখে যেতে চাই। এজন্য ফুটবলের প্রতি আমার নজর আগের মতোই রাখতে হবে। ম্যানেজারের সঙ্গে আমার কথা হয়েছে। এটিই আমাকে সুন্দর এই জার্সি পরার আকাঙ্ক্ষাকে আরো বাড়িয়ে দিয়েছে।’
ম্যানইউয়ের ম্যানেজার ওলে গুনার সুলশার বলেছেন, ‘এডিনসন একজন অভিজ্ঞ ফুটবলার। সে সবসময়ই তার দলের জন্য সেরাটা দিতে প্রস্তুত থাকে। দেশ এবং ক্লাবের হয়ে তার গোলের রেকর্ড চমৎকার। এমন একজন ফুটবলারকে দলে ভেড়াতে পেরে আমরা আনন্দিত।’
গত মার্চ থেকে ফুটবলের বাইরে এডিনসন কাভানি। করোনার কারণে ফ্রান্সের লিগ ওয়ান সংক্ষিপ্ত করা হয়। যার কারণে পিএসজির হয়ে পরে আর খেলা হয়নি কাভানির। তখন থেকেই ক্লাবহীন ছিলেন কাভানি। চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য পিএসজির সঙ্গে সংক্ষিপ্ত চুক্তিও করেননি কাভানি। এবারের চ্যাম্পিয়ন্স লিগে রানার আপ হয় পিএসজি।