হযরত শাহপরাণ (রহ.) মাজারে এবার ওরস মোবারক হচ্ছে না

6

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের কারণে এবার হযরত শাহপরাণ (রহ.)’র ওরস মোবারক হচ্ছে না। গতকাল মঙ্গলবার ৬ অক্টোবর হযরত শাহপরাণ মাজারের খাদিম মো. ফিরোজ মিয়ার সভাপতিত্বে ও খাদিম গাজী ফরিদ মিয়ার পরিচালনায় মাজার কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, প্রতিবছরের ন্যায় আগামী ৪, ৫ ও ৬ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী মোতাবেক (২২,২৩ ও ২৪ অক্টোবর) ৩দিন ব্যাপি ওরস মোবারক হওয়ার কথা ছিল। সরকারের স্বাস্থ্যবিধি মেনে এ বছর ওরস মোবারক হচ্ছে না। সভায় উপস্থিত ছিলেন, খাদিম জামাল আহমদ, সাদিক মিয়া, কাবুল মিয়া, মো. আহাদ মিয়া, মো. রনজু মিয়া, মো. জিহান আহমদ, মো. জাহিন আহমদ, মো. আহমদ প্রমুখ।
সভায় হাজার হাজার ভক্তদের ওরস মোবারকে শরিক হতে না পারায় মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়। মহামারি চলে গেলে আগামীতে যথানিয়মে ওরস মোবারক অুষ্ঠিত হবে বলে জানানো হয়।