তারেক রহমান যুবদলকে নিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে চান – শহীদ উল্লাহ তালুকদার

2
জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা কর্তৃক তৃণমূল পর্যায়ে যুবদলকে শক্তিশালী করার লক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সাথে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত দল নেতা শহীদ উল্লাহ তালুকদার।

কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত দল নেতা শহীদ উল্লাহ তালুকদার বলেন, জননেতা তারেক রহমান এদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে দেশব্যাপী যুবদলকে প্রস্তুত করা হচ্ছে, যুবদল আন্দোলনের মাধ্যমে দেশের জনগণ অধিকার ফিরিয়ে আনবে। যুবদল এর সাংগঠনিক নিয়ম নীতি মেনে রাজনীতি করতে হবে।
তিনি ৫ অক্টোবর দুপুর ২টায় দক্ষিণ সুরমাস্থ একটি কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদল কর্তৃক তৃণমূল পর্যায়ে যুবদলকে শক্তিশালী করার লক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সাথে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা যুবদল এর আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলুর সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদল এর সদস্য সচিব মকসুদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আনছার উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান দিপু সরকার, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ।
এ সময় বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত তারেক, সিলেট জেলা যুবদল এর সিনিয়র সদস্য এড. মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সিনিয়র সদস্য আনোয়ার হোসেন মানিক, জেলা যুবদলের সদস্য আক্তার আহমদ, মহানগর সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, জেলা সদস্য আশরাফ উদ্দিন ফরহাদ, মুরাদ ফজল, বাবলু সিংহ, দক্ষিণ সুরমার দায়িত্ব প্রাপ্ত সাঈদ আহমদ, সাহেদ আহমদ চমন, তানভীর আহমদ, ময়নুল ইসলাম মঞ্জু, মিজানুর রহমান নেছার, লিটন আহমদ, অলি চৌধুরী, দক্ষিণ সুরমার দায়িত্ব প্রাপ্ত কয়েছ আহমদ, অলিউর রহমান, মাহফুজ চৌধুরী, জি এম বাপ্পি, দক্ষিণ সুরমা দায়িত্ব প্রাপ্ত মকসুদল করিম নুহেল, মহানগর সদস্য উসমান গনী, মতিউর রহমান আফজল, ইছহাক আহমদ, আমিনুল ইসলাম আমীন, এস এম পলাশ প্রমুখ। বিজ্ঞপ্তি