কমলগঞ্জে যক্ষ্মা প্রতিরোধে হীড বাংলাদেশের সভা

15

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশের যক্ষ্মা প্রতিরোধ প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বেলা ৩টায় কমলগঞ্জস্থ হীড বাংলাদেশ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও হীড বাংলাদেশ ম্যানেজার (অপারেশন) উজ্জ্বল বৈদ্যের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ডা: শামিউল ইসলাম।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলায়েন্স ফর কমবেটিং টিবি বাংলাদেশ, ইউএসএআইডি এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা ডা. আজহারুল ইসলাম খান, ইউএসএআইডির মিশন পরিচালক ডেরিক ব্রাউন, মৌলভীবাজার এর সিভিল সার্জন ডা. তওহীদ আহমেদ, হীড বাংলাদেশ পরিচালক (অপারেশন) ডা. সুবীর খিয়াং বাবু, ইউএসএআইডির প্রকল্প সমন্বয়ক ডা. পাল দারু, ইউএসএআইডি কর্মকর্তা ডা. পুষ্পিতা সামিনা, ন্যাশনাল কলসালটেন্ট এনটিভি ডা. রুপালী শিশির বানু, ইউএসএআইডির পিএসএলইউ মোহাম্মদ কামরুজ্জামান, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহমুবুল আলম ভূঁইয়া, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ হোসেন চৌধুরী, হীড বাংলাদেশ ম্যানেজার (অপারেশন) ডা: শারমিন সুলতানা।
সভায় হীড বাংলাদেশের মাধ্যমে যক্ষ্মা প্রতিরোধে বিভিন্ন প্রকল্পের কর্মকান্ড উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে হীড বাংলাদেশের সংগীত দল যক্ষ্মা প্রতিরোধে সচেতনতা মূলক সংগীত পরিবেশ করে। পরে অতিথিদের হীড বাংলাদেশের পক্ষ থেকে গিফট প্রদান করা হয়। পরে অতিথিরা বিভিন্ন চা বাগান, পুঞ্জি সমূহে যক্ষ্মা প্রতিরোধ কার্যক্রম পরিদর্শন করেন।
যক্ষ্মা প্রতিরোধ প্রকল্পের পরিদর্শন সভায় অন্যান্যের মধ্যে গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।