ওসমানীনগরে যুবদল নেতা ইসলাম উদ্দিনকে নিয়ে অপ্রচারে নেতাকর্মীদের নিন্দা

4

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোয়ালাবাজার ইউনিয়নের এওলাতৈল গ্রামের ইসলাম উদ্দিনকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দুই একটি ভূঁইফোড় অনলাইন গনমাধ্যমে অপ্রচারের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেছেন রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের লোকজন। সংবাদ মাধ্যমে প্রেরিত বিবৃতিতে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহাব উদ্দিন সুহেল, বিএনপি নেতা লোকমান আহমদ, উপজেলা যুবদল নেতা শামিম আহমদ শাহিন, ছাত্র নেতা রকিব আলী, আতিকুল আলম, রেজন আহমদ, রাজু আহমদসহ রাজনৈতিক নেতৃবৃন্দরা পৃথক বিবৃতিতে বলেন, যুবদল নেতা ইসলাম উদ্দিন সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীর আদর্শে লালিত হয়ে সর্বদা কাজ করে যাচ্ছেন দলের অগ্র সৈনিক হিসাবে। ইলিয়াস আলী নিখোঁজের পর থেকে সরকারের রোষানলে পরে নিপীড়িত নির্যাতিত নেতা হিসাবে বার বার কারাবরণ করতে হয়েছে তাকে। ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদির লুনার নেতৃত্বে দলীয় কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি এলাকার সামাজিক কর্মকান্ডেও রয়েছে তার একনিষ্ঠ সম্পৃক্ততা। যার ফলস্বরূপ উপজেলা যুবদলের তৃণমূল কর্মীদের আহ্বানে ওসমানীনগর উপজেলা যুবদলের সম্ভাব্য কমিটিতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন তিনি। এছাড়া, আগামী ইউপি নির্বাচনে গোয়ালাবাজার ইউনিয়নের ৭নং ওর্য়াডের ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজ এলাকার সচেতন নাগরিকরবৃন্দ আহ্বান জানাচ্ছেন ইসলাম উদ্দিনকে। এসব রাজনৈতিক ও সামাজিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারই রাজনৈতিক প্রতিপক্ষসহ একটি কু-চক্রি মহল তাদের সাজানো নানা ষড়যন্ত্রের ধারাবাহিকতায় চালিয়ে যাচ্ছে অপপ্রচার। সম্প্রতি একটি জায়গার দলিল রেজিষ্ট্রিতে সাক্ষী হিসাবে ইসলাম উদ্দিনের নাম থাকার বিষয়টিকে পুঁজি করে উপজেলা যুবদলের পদ থেকে কৌশলে তাকে সরিয়ে দেয়ার পাঁয়তারায় এলাকায় আওয়ামীলীগের এজেন্ট হিসাবে খ্যাত যুবদল নামধারী গুটি কয়েক ব্যক্তিরা চালিয়ে যাচ্ছে নানা অপকর্ম। কু-চক্রি ওই মহলটি ইসলামের বিরুদ্ধে মনগড়া কাল্পনিক তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনলাইনে প্রকাশ করিয়ে সেসব মিথ্যা বানোয়াট তথ্যাদি যুবদল নামদারী আওয়ামীলীগের এজন্ট খ্যাত ব্যক্তিদের দিয়ে ইলিয়াস পত্নী লুনাসহ সিনিয়র নেতৃবৃন্দের চক্ষুশোল করার কাজ চালিয়ে যাচ্ছে যা অত্যন্ত নিন্দনীয়। অন্যদিকে, এলাকার প্রকৃত ভূমিখেকোরা যুবদল নামদারী দলের এসব প্রেতাত্মাদের গোপন সহযোগিতা করে ইসলাম উদ্দিনকে মিথ্যা মামলা হামলায় জড়িয়ে দিয়ে আগামী নির্বাচনে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার বাধা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিবৃতিদাতারা ওসমানীনগরে বিএনপি ও অঙ্গ সংগঠনকে সু-সংগঠিত করতে দলের নিবেদিত প্রাণদের বিরুদ্ধে অপপ্রচারকারী এসব চিহ্নিত প্রেতাত্ম্যাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য তাহসিনা রুশদির লুনাসহ দলের সিনিয়র নেতৃবৃন্দের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়া সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ভূমিখেকোসহ তাদের এজেন্টদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।