বঙ্গবন্ধু একটি আদর্শ ও স্বপ্নের নাম – আলম খান মুক্তি

12
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আম্বরখানা সরকারি স্টাফ কোয়ার্টার সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ করছেন প্রধান অতিথি মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেছেন, বঙ্গবন্ধুই হলেন বাংলাদেশের প্রকৃত প্রাণভ্রমরা। তিনিই বাঙালির ঐক্য, শক্তি, সাহস ও অগ্রযাত্রার প্রতীক, যা এদেশের মানুষকে অপ্রতিরোধ্য করে তুলেছে। বস্তুত বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে মুছে ফেলতে চেয়েছিল বিশ্বের মানচিত্র থেকে। কিন্তু তারা যেটা জানতো না তা হলো, বঙ্গবন্ধু কোনো ব্যক্তিমাত্র নন, তিনি হলেন একটি আদর্শ ও স্বপ্নের নাম, যাকে কখনোই হত্যা করা যায় না। তার প্রমাণ হলো, দীর্ঘ দু’দশকের অব্যাহত ষড়যন্ত্র সত্ত্বেও, সেই রক্তসমুদ্রের ভেতর থেকে বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শুধু প্রবলভাবে ঘুরেই দাঁড়ায় নি, বঙ্গবন্ধুর স্বপ্নের সফল বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়েও গেছেন। আম্বরখানা সরকারি কলোনী স্টাফ কোয়ার্টারের যে সমস্যাগুলোর কথা আমাকে বলা হয়েছে, আমি পররাষ্ট্রমন্ত্রীর কাছে সব তুলে ধরবো। আশা করি অতি শীঘ্রই তিনি এই সমস্যার সমাধান করবেন।
তিনি ২ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আম্বরখানা সরকারি স্টাফ কোয়ার্টার সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ক্লাব কার্যালয়ে বৃক্ষরোপণ পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আম্বরখানা সরকারি স্টাফ কোয়ার্টার সমাজকল্যাণ সমিতি সভাপতি মো. শাহ আলম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক জাবের আহমদ চৌধুরী, সাবেক যুবলীগ নেতা ও ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস ছত্তার, পররাষ্ট্রমন্ত্রীর এপিও শফিউল আলম জুয়েল, বিশিষ্ট সমাজসেবক শেখ তোফায়েল আহমদ সেপুল, সমাজসেবী ইয়াসমিন বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক এমদাদ হোসেন ইমু, আকিল আহমদ, হানিফ খান, জহির আহমদ, দেলোয়ার হোসেন, রাজ্জাক আহমদ। বিজ্ঞপ্তি