এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় বিভিন্ন সংগঠনের মানববন্ধন-সমাবেশ অব্যাহত

15
এমসি কলেজে ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটের নাগরিকবৃন্দের বিক্ষোভ সমাবেশ ও শাহপরাণ (র.) ব্লক এর নেতাকর্মীদের মানববন্ধন।

শাহপরাণ (র.) ব্লক’র : বৃহত্তর সিলেটের শতবর্ষের ঐতিহ্যের স্মারক, দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ এম.সি. কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে নগরীর টিলাগড় পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১২টার দিকে শাহপরাণ (র.) ব্লক’র নেতাকর্মীরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধন কর্মসূচি পালনকালে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ঘৃণ্য এই ঘটনা হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর পুণ্যভূমিকে কলঙ্কিত করেছে। অল্পসংখ্যক বিপথগামী ও সন্ত্রাসীদের দ্বারা সৃষ্ট ঘটনার কারণে টিলাগড় তথা সিলেটের ঐতিহ্য মলিন হতে দেয়া যাবে না।
বক্তারা, এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার সকল আসামিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ এবং এই ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন জকিগঞ্জ উপজেলা পরিষদরে চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লোকমান উদ্দিন আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা এটিএম বদরুল ইসলাম, সিসিক কাউন্সিলর নাজনীন আকতার কনা, যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, কালাম আহমদ, এ এস মুন্না, কবিরুল ইসলাম কবির, আজির উদ্দিন, তুহিন আহমদ, রশিদুল ইসলাম রাশেদ, শাহ জুনেদ আহমদ, তাজুল ইসলাম লস্কর, শাহীনুর রহমান শাহিন, ইন্জিনিয়ার আলী আশরাফ মামুন, লিটন চৌধুরী, ফারুক আহমদ, মোহাম্মদ ফয়জুল্লাহ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মশাহিদ আলী, জয়নুল আবেদীন জয়, আব্দুল বাতিন, ফাহিম আহমদ রুকন, মারুফ আহমদ, তানভির হাসান, ফয়সল আহমদ, ফাহিম আহমদ, আলম, দুলাল আহমদ, আবুল হাসান, পিন্টু, শাকিল আহমদ, সামি, আবির, সরফ উদ্দিন সৌরভ, জুবের, রাকিব, মাহবুব, আব্দুল্লাহ, সৈয়দ মস্তফা আহমদ, আহমেদ রিয়াজ, সামাদ, এম ডি জাহিদ প্রমুখ।
সিলেটের নাগরিক বৃন্দ : এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণকারী ছাত্রলীগ নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটের নাগরিক বৃন্দের উদ্যোগে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট আইনজীবী এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও বাসদ নেতা প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা সিপিবির সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, গণফোরাম জেলা আহ্বায়ক এড. আনছার খান, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি সাধারণ সম্পাদক এড.আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) পাঠচক্র ফোরামের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, উদীচীসভাপতি এনায়েত হাছান মানিক, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সমন্বয়ক সিরাজ আহমদ,বাপা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ভুমি সন্তান এর আশরাফুল ইসলাম, গণজাগরণ এর দেবাশীষ দেবু, ছাত্রনেতা সরুজ কান্তি দাশ, সনজয় শর্মা, ফাহিম আহমদ চৌধুরী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিপিবি নেতা ফরহাদ হোসেন, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী, বাসদ (মার্কসবাদী ) পাঠচক্র ফোরামের মহিতোষ দেব মলয়, এড দেবব্রত চৌধুরী লিটন, নিরঞ্জন দাশ খোকন, এড. রণেন সরকার রণি, এড. উজ্জ্বল রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এমসি কলেজ হোস্টেলে তরুণী ধর্ষণকারী ছাত্রলীগ নেতাদের তাৎক্ষণিকভাবে গ্রেফতার করতে স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়েছে। অভিযোগ উঠছে ধর্ষণকারীদের সাথে স্থানীয় প্রশাসনের যোগসাজশের বিষয়টি। জনমনে সন্দেহে তৈরি হয়েছে ধর্ষণের ন্যায় বিচার প্রাপ্তি নিয়ে। বক্তারা, সুষ্টু বিচারের স্বার্থে এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণের তদন্তভার র‌্যাবের হাতে হস্তান্তরের দাবি জানান। বক্তারা, এমসি কলেজের দখলকৃত সকল ভূমি উদ্ধারের দাবি জানান।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ, জেলা ও মহানগর এবং বাংলাদেশ যুব উন্নয়ন পরিষদ ও সম্মিলিত নাগরিক পরিষদ (সনাপ) : সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম.সি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ, জেলা ও মহানগর এবং বাংলাদেশ যুব উন্নয়ন পরিষদ ও সম্মিলিত নাগরিক পরিষদ (সনাপ) এর যৌথ উদ্যোগে সিলেট নগরীতে এক পদযাত্রা বের করা হয়।
১ অক্টোরব পদযাত্রাটি সিলেট নগরীর সিটি পয়েন্ট থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
পদযাত্রা সভায় বক্তা বলেন, ঘৃণ্য এই অপরাধীদের বিচারের মাধ্যমে সিলেটবাসীকে কলঙ্কমুক্ত করতে হবে। অপরাধী যারাই হোক, কেউই বিচারের উর্ধ্বে নয়। বক্তারা বলেন, সিলেটের এই পবিত্র মাটিকে যারা অপবিত্র করেছে তাদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। বক্তারা অবিলম্বে ঘৃণ্য এই অপরাধীদের দ্রুত বিচারের আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদ সিলেট বিভাগের সভাপতি আলহাজ্ব ডা. এম. এ. রকিবের সভাপতিত্বে ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার এবং এডভোকেট সুদীপ বৈদ্যের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সম্মিলিত নাগরিক পরিষদ (সনাপ) সিলেটের সভাপতি বেলাল উদ্দিন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মো. ইউসুফ সেলু, আশিকুর রহমান রব্বানী, মানবতাবাদী ও সমাজ কর্মী রুহিন চৌধুরী ফরহাদ, সাংবাদিক খালেদ মিয়া, আশরাফ হোসেন, মামুন চৌধুরী, টুটুল চৌধুরী, জাফরান আহমদ চৌধুরী, সুপ্রিয় বৈদ্য, লিটন শীল, জয় বৈদ্য, রুনা সুলতানা, জাহাঙ্গীর আলম, শাহ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি