এম.সি কলেজে ধর্ষণের ঘটনা সিলেটের পবিত্রতা কলুষিত হয়েছে ———- মাওলানা সামিউর রহমান মুসা

17
জামেয়া কাজিরবাজার মাদ্রাসার ছাত্র সংগঠন আল-হাবীব ছাত্র সংসদের অভিষেক (২০২০-২০২১) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংসদ সভাপতি প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা।

জামেয়ার প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা বলেছেন, এম.সি কলেজে ধর্ষণের ঘটনা সিলেটের পবিত্রতা কলুষিত হয়েছে। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেট এক ঐতিহ্যবাহী শান্তি-সম্প্রীতির পবিত্র নগরী। হযরত শাহজালাল (রহ.) এর পুণ্যভূমিতে কতিপয় কুলাঙ্গার এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনা ঘটিয়ে পবিত্র ভূমিকে কলুষিত করেছে। পবিত্র এই ভূমির ঐতিহ্য রক্ষায় কুলাঙ্গারদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার সিলেটের একক ছাত্র সংগঠন আল হাবীব ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া’র সদরুল মুদাররিসিন মাওলানা আব্দুস সুবাহান, সংগঠনের সহ সভাপতি ও মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মুফতি শফিকুর রহমান, সহ সভাপতি শাহ মমশাদ আহমদ, মাওলানা মুফতী সিদ্দিকুর রহমান, মাওলানা মুশফিকুর রহমান মামুন ও সাবেক জি.এস মাওলানা ফাহাদ আমান, সাবেক জি.এস হাফিজ আবু আনাস, বর্তমান জি.এস হাফিজ তানজিল আহমদ, হাফিজ মাহফুজ হুসাইন প্রমুখ।
সভায় বক্তারা আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা আজ সংকিত। নিরাপদ শিক্ষাঙ্গনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং সকল প্রকার সন্ত্রাস বন্ধ করতে তৎপর হতে হবে। বক্তারা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির রোধ করে এই দুর্যোগময় মুহূর্তে মানুষের স্বস্তি ফিরিয়ে এনে দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে প্রশাসনকে বাজার মনিটরিং এর জন্য অনুরোধ জানান। বিজ্ঞপ্তি