শাল্লার ৬৭টি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

5

শাল্লা থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ-২ আসনের সাংসদ ড. জয়া সেনগুপ্তা বলেছেন-লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। যারা একদিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার আন্দোলনে জীবনপণ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোন ইজ্জত দিয়েছিল-আমি সেই সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা জানাই। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবায়ন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ‘প্রতিটি গ্রাম হবে শহর’-তারই প্রত্যক্ষ নিদর্শন আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ। সেইসাথে আপনাদের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্বপ্নও ধীরেধীরে বাস্তবায়ন হচ্ছে।
তিনি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৬৭টি গ্রামে বিদ্যুৎ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও যুবলীগ নেতা অজয় তালুকদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন, শাল্লা থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, ভাইস চেয়ারম্যান এড: দিপু রঞ্জন দাস, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা, এরিয়া পরিচালক কৃপাসিন্ধু দাস, শাল্লা ইউপির সাবেক চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী, দিরাই আ’লীগের সহ-সভাপতি অ্যাড: সোহেল আহমেদ।
সভায় দিরাই-শাল্লা আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।