রেশমি চুড়ি

6

আব্দুল্লাহ বিন রওহা তুহিন

অনুধা, চেয়েছিলাম সাজাবো তোমায়
পায়ে আলতা, নূপুর; মাথায় লাল খোঁপা
কিন্তু তা হলো কী করে?
তুমি তো আমাদের স্বরঋতুর মত
তোমার মনটাও কম নয়; যখন যা ইচ্ছে তাই করো।
আমারো তা অজানা নয়, আমি চাইলেও তোমার মত হতে পারবো না
তুমি তো স্বাধীন! মুক্ত হাওয়ায় উড়ে চলে যাও
আমি তা পাই না, জানো?
আমি একটা সখ ছিলো; তোমার হাতে সেই রেশমি চুড়ি দেখার
আমি সখের মৃত্যু হচ্ছে; জানি না, আমার কবে হবে! ভালো থাকো,অনেক ভালো থাকো।