আমি তো আর নাই

8

লাভলী ইসলাম

যখনই দেখি তাকে ধমকে আনমনা হয়ে চেয়ে রই
কি অপরূপ রূপের ছটা তার অবাক হয়ে মুগ্ধ হই
পলকহীন চোখে চেয়ে চেয়ে দৃষ্টি আসে না ফিরে
আমারই মত কত কতজন দেখছে তাকে নয়ন ভরে
ভাবি এই বুঝি সে হেসে হেসে তার না বলা কত কথা কয়
খানিক পরে মনে হয় তার দুঃখ ও কিছু কম নয়
যখনই বলি তুমি কত কত বেশি অদ্ভুত সুন্দর
ইশারায় কাছে ডেকে বলে তুমি কি জান আমার এই অন্তর ?
কলংকিনী বলে লোকে আমায় দেয় কত কষ্ট
বলছি তোমায় আমার ও আছে কিছু দুঃখ বেদনা স্পষ্ট ।
যখনই বিশাল আকাশে চাঁদের প্রেমে পড়ে হাবুডুবু খাই
মেঘের আড়ালে মুখ লুকিয়ে বলে সে আমি তো আর নাই ।