খোকনসোনা

10

সামিমা বেগম

খোকনসোনা বলি তোমায় মানবতার তরে
ক্ষুদ্র জীবন পার করে দাও দুখির সেবা করে।
পথের শিশু দেখলে মায়ায় দুহাত তোমার বাড়াও
হৃদয় থেকে হিংসা ঘৃণা বিভেদ বড়াই তাড়াও।

কারও কোনো বিপদ দেখে এড়িয়ে যদি চলো
মানুষ এবং পশুর মাঝে থাকবে ফারাক বলো?
খোকনসোনা বলি তোমায় মনটা দিয়ে শোনো
সারাদিনে ভালোকাজের হিসাবটাকে গোনো।

ছল-চাতুরি মিথ্যা বলে পার পেয়েছে কবে?
সত্য-ন্যায়ের সরল পথে থাকবে তুমি ভবে।
এখন থেকে মন্দগুলো ফেলবে তুমি ছুঁড়ে,
হাসিমুখে সূূর্য ওঠে আঁধার হারায় দূরে।

দীপ্ত শপথ নিয়ে তুমি জ্বালো জ্ঞানের আলো
দূর হয়ে যাক কলুষতা মনের আঁধার কালো।
খোকনসোনা দোয়া করি আলোকিত হবে,
কর্মগুণে ধরার বুকে অমর হয়ে রবে।