করোনায় জীবনধারা

7

জোবায়ের জুবেল

তোমার ব্যাংকে টাকা আছে
তাই লাগেনা করোনা গায়ে,
গরীব দুখীর জীবন কেমন
দেখ না চোখ মেলে চেয়ে।

স্কুল কলেজের শিক্ষকেরা
পেটের খাবার নিতে গিয়ে,
হকার হয়ে ঘুরে বেড়ায়
লজ্জা শরম জবাই দিয়ে।

এমনও দিন দেখতে হবে
স্বপ্নেও কেউ ভাবেনি,
জীবিকাকে হন্যে হয়ে
ব্যাথা বুকে কেউ খোজেঁ নি।

যাদের আছে টাকার গদি
টের পাবে না বন্ধ মানে,
মুখটা ঢেকে রাস্তা পাশে
হাত পাতে না কোন খানে।

চোখে দেখে সরষের ফুল
সবকিছু ঠিক হবে কবে,
অমানিশা কেটে গিয়ে
জীবনটা যে জীবন হবে।