সিলেটে তরুণ দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

12
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর আহবায়ক কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান।

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত আহবায়ক কমিটি’র উদ্যোগে ২১ সেপ্টেম্বর সোমবার সন্ধায় সিলেট নগরীর একটি হোটেলে আলোচনা সভা ও কেক কেটে ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল সিলেট জেলা শাখার আহবায়ক শাহেদ খাঁন স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী মিজান।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, বর্তমান সরকার দেশটিকে একটি কারাগার বানিয়ে রেখেছে। তারা বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে ক্ষমতায় থাকতে চায়। সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে তাদের বাড়ি ছাড়া করেছে ।
তিনি বলেন, করোনাকালিন সময়ে সরকার মিথ্যা মামলা দিয়ে নেতা কর্মীদের হয়রানি করছে। সিলেটের বালাগঞ্জে ডিজিটাল আইনে মিথ্যা মামলা দিয়ে তারা নেতাকর্মীদের ঘরছাড়া করেছে। দেশের কথা চিন্তা না করে তারা কিভাবে ক্ষমতায় থাকবে সেই লক্ষ্যে সরকারের সকল প্রতিষ্ঠান তাদের নিজেদের করে রেখেছে। প্রশাসনের প্রতি মানুষের আস্থা বর্তমান সরকার শেষ করে দিয়েছে। তিনি ক্ষমতাশীন সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিএনপি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহাল, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ফারুক আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ মুকুল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, মহানগর বিএনপির সদস্য ও ২৫নং ওয়ার্ড সভাপতি মোতাহির আলী মাখন, মহানগর বিএনপির সদস্য ও ২৬নং ওয়ার্ড সভাপতি আখতার রশীদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য ও সাউথ সুরমা ন্যাশনালিষ্ট ফোরামের সদস্য সচিব কামাল হাসান জুয়েল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম সিদ্দিকী, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম রুহেল, ২৫ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রানা, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, জেলা ছাত্রদল নেতা ইমরানুল ইসলাম জাসিম, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খান সজিব, রাসেল আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সৈয়দ মিনহাজ।
সিলেট জেলা তরুণদলের সদস্য সচিব সাদেক আহমেদ ও মহানগর তরুণ দলের আহবায়ক নুরুল আমীন এর যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা তরুণ দলের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক মালেক, হাসান মাহমুদ মাসুম, শাহজাহান আহমদ, নিজাম উদ্দিন, মহানগর তরুণদলের সদস্য সচিব নুরুল ইসলাম রুহুল, মহানগর যুগ্ন আহবায়ক মোঃ শাহাদাত খান,তোফায়েল আহমেদ তুহিন,মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান আশিক, জেলা ও মহানগর তরুল দলের রাসেল আহমদ, শাহিন আহমদ, হাবিব আহমেদ, কবির আহমেদ, আব্দুল হাদি, মুর্শেদ আহমদ, রুনু আহমদ, জাবেদ আহমদ, তারেক মনোয়ার, সুফিয়ান খান, কদম আলী, নজরুল ইসলাম, এনাম আহমদ রাজ, শরীফ আহমদ চৌধুরী, তানভীর আহমদ, জাহেদ আহমদ, আব্দুল ওয়াদুদ চৌধুরী, রুহুল আমিন, আমির আহমদ, আবদুল মুহিত মুকুল,আলম রহমান, মামুন আহমদ, আনসার আহমেদ, জাকির হোসেন হিমেল, সিদ্দিক আহমদ, আব্দুর রহমান মিফতা, রুয়েল আহমেদ, জুয়েল রানা, লিজন আহমদ, বাপ্পি আহমেদ, দুলন আহমেদ, ইব্রাহিম আহমদ মনির, হৃদয়, টিপু,আলামিন প্রমুখ। বিজ্ঞপ্তি