এফবিসিসিআই নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা ও মেট্রোপলিটন চেম্বার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ॥ করোনাকালে ভ্যাট আইনে ব্যবসায়ীদের হয়রানি না করার আহবান

7
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাতকালে সিলেট মেট্রোপলিটন ও সিলেট চেম্বার নেতৃবৃন্দকে ক্রেষ্ট প্রদান করা হয়।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার এফবিসিসিআই কার্যালয়ে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি শেখ ফজলে ফাহিম ও এফবিসিসিআই এর সহ সভাপতি মোঃ রেজাউল করিম রেজনু, সিআইপির সাথে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ১ম সহ সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট চেম্বার এর সহ সভাপতি তাহমিন আহমদ এর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতকালে এফবিসিসিআই সভাপতি প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা সকল ব্যবসায়ীরা যাতে সহজে প্রণোদনা পান সেজন্য সকল ব্যাংকে হেল্প ডেস্ক চালুর আহবান জানান। ভ্যাট আইনের আওতায় ব্যবসায়ীরা যাতে হয়রানীর শিকার না হন সে জন্য ভ্যাট আইন যথাযথ প্রয়োগ ও সঠিক ভ্যাট ব্যবস্থার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও প্রসার ঘটে সে লক্ষ্যে এফবিসিসিআই সকল জেলা চেম্বারের সাথে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রত্যেক চেম্বার গতিশীলতা আনয়নের আশ্বাস প্রদান করেন। সাক্ষাতকালে জেলা ও মেট্রোপলিটন চেম্বার নেতৃবৃন্দ সরকার ঘোষিত প্রণোদনা ব্যবসায়ীদের যেন সহজে পায় সে বিষয়ে এবং ভ্যাট ব্যবস্থায় বিদ্যমান সমস্যাবলী নিরসনে এফবিসিসিআই এর সহযোগিতা আহবান করেন। সাক্ষাৎ অনুষ্ঠান শেষে এফবিসিসিআইয়ের সভাপতির স্মৃতিস্মারক হিসেবে চেম্বার নেতৃবৃন্দের হাতে ফটোফ্রেম তুলে দেন। বিজ্ঞপ্তি