জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন ১০ অক্টোবর, প্রতিদ্বন্দ্বিতা করবেন আগের প্রার্থীরাই

2

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। বিগত ২৯ মার্চ জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। তবে মহামারি করোনার কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। নির্বাচন স্থগিত হওয়ার প্রায় ৬ মাস পর আবারো উপ-নির্বাচনের জন্য নতুন তারিখ ১০ অক্টোবর ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবরে নতুন করে নড়েচড়ে বসেছেন মেয়র প্রার্থী সহ ভোটাররা। এক্ষেত্রে নতুন করে কোন প্রার্থী অংশ নিতে পারবেন না। শুধু পূর্বের প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। পূর্বে মেয়র পদে প্রার্থীরা হলেন, মিজানুর রশীদ ভূইয়া (নৌকা), রাজু আহমদ (ধানের শীষ), সেলিম আহমদ (জগ) ও আবিবুল বারী আয়হান (টেলিফোন)।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, আগামী ১০ অক্টোবর জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।