ওসমানীনগরের তাজপুরে ইসলামী ব্যাংকের ক্যাশ রিসাইক্লিং মেশিনের উদ্বোধন

10

শিপন আহমদ ওসমানীনগর থেকে :
গ্রাহকদের টাকা তাৎক্ষণিক জমা ও উত্তোলন সুবিধা প্রদানের আওতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিয়ে এসেছে ক্যাশ রিসাইক্লিং মেশিন (সি.আর.এম)। টাকা জমা ও উত্তলনে নবদিগন্তের উন্মোচন ও ২৪ ঘন্টা গ্রাহক সেবা নিশ্চিতের লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেটের ওসমানীনগরের তাজপুর বাজারের ইরশাদ আলী শপিং সিটিস্থ এটিএম কেন্দ্রে ক্যাশ রিসাইক্লিং মেশিন (সি.আর.এম) এর উদ্বোধন করা হয়। সোমবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন। এর পূর্বে গত ১৬ জুলাই তাজপুর বাজারস্থ ইরশাদ আলী শপিং সিটির ২য় তলায় ইসলামী ব্যাংক বাংলাদেশে লিমিটেডের ৬১তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। ক্যাশ রিসাইক্লিং মেশিন এর উদ্বোধনী অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট ও গোয়ালাবাজার শাখার প্রধান আকবর উদ্দিন, প্রিন্সিপাল অফিসার ও তাজপুর উপ শাখার ইনচার্জ কবির উদ্দিন পারভেজ, নয়া বন্দর শাখার (প্রস্তাবিত) ইনচার্জ মুমিনুর রহমান, তাজপুর উপ শাখার ডেপুটি ইনচার্জ মোঃ ইসলাম উদ্দিন, গোয়ালাবাজার শাখার লোন অফিসার জহিরুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্স এর সিনিয়র সদস্য ও ইরশাদ আলী শপিং সিটির চেয়ারম্যান ব্যবসায়ী মনজুর আহমদ মনজু, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, ব্যবসায়ী খোরশেদ আলম, আব্দুল আমিন শেফু,ছাত্র নেতা সুলেমান খান প্রমুখ।