বৃহত্তর জৈন্তা টমটম সিএনজি সমিতির জরুরী সভা

2

বৃহত্তর জৈন্তা সিএনজি মালিক সমবায় সমিতির উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়।
খলিল আহমদের পরিচালনায় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বৃহত্তর জৈন্তা সিএনজি মালিক সমবায় সমিতির সভাপতি, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭এর সদস্য ও ৫নং ফতেহপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল হক বলেন, চাকা ঘুরলেই চাঁদা দিতে হয় পরিবহন শ্রমিকদের। আপনারা জানেন অবৈধ চাঁদাবাজির কারণে দেশের পরিবহন খাতের মালিক ও শ্রমিক নেতারা বর্তমানে সমালোচনার সম্মুখীন হচ্ছে। পাশাপাশি সড়ক পরিবহন খাতে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তাই আমরা পরিবহন সেক্টরের সব সংগঠন ও নেতারা একত্রিত হয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। যারা অবৈধভাবে চাঁদা আদায় করেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-৭০৭ এর অন্তর্ভুক্ত চতুল শাখার সাংগঠনিক সম্পাদক সাহিদ সিকদার, কানাইঘাট উত্তর বাজার শাখার সভাপতি মো. জাকারিয়া, সুরাইঘাট শাখার সম্পাদক আলতা আহমদ, সারিঘাট শাখার সভাপতি নুর আহমদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ, দরভস শাখার সভাপতি জয়নাল আহমদ, সম্পাদক ইসমাইল আলি, রাম ভরসা শাখার সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, জৈন্তা গোয়াবাড়ি শাখার সভাপতি মাসুক আহমদ, গুয়াইনঘাট বাইপাস শাখার সভাপতি রিয়াজ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি