হলি আর্ট যুব উন্নয়ন সংস্থায় শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

14
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন সিলেটের মহাব্যবস্থাপক সৈয়দ বখতিয়ার উদ্দিন আহমদ।

গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার সংস্থার হল রুমে সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন সিলেটের মহাব্যবস্থাপক সৈয়দ বখতিয়ার উদ্দিন আহমদ।
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সভাপতি, উদ্যোগক্তা ও যুব সংগঠক আশফাক উদ্দীন আহমদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিল্পনগরী কর্মকতা মোঃ আলী আল রাকী, শিল্প উন্নয়ন সহকারী মোঃ রাসেল ভূঁইয়া। বক্তব্য রাখেন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সহ সভাপতি ছালেহা বেগম, মুন্নি আক্তার, সাবিনা ইয়াছমিন, রুহুল সামীর, আবু তাহের, সোয়েব আহমদ, মাহবুল আহমদ, ফারজানা, রুহেলা, সাব্বির আহমদ রাজু, রুহুল আমীন। সভায় শিক্ষক, অভিভাবক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
৫ দিনব্যাপী প্রশিক্ষণে ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জের জনতা ব্যাংক প্রশিক্ষক ও আফিসারগণ প্রশিক্ষণ প্রদান করেন। বিজ্ঞপ্তি