হিগুয়েইনকে ছেড়ে জুভেন্টাসের ক্ষতি ১৮.৩ মিলিয়ন ইউরো

7

স্পোর্টস ডেস্ক :
১৮.৩ মিলিয়ন ইউরো লোকসান দিয়ে আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল জুভেন্টাস। বিষয়টি নিশ্চিত করে জুভেন্টাস বলেছে, পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আর্জেন্টাইন তারকাকে ছেড়ে দিয়েছে তারা।
রিয়াল মাদ্রিদ ও নাপোলির সাবেক এই ফরোয়ার্ড ডেভিড বেকহ্যামের মেজর লিগ সকারের ফ্য্রাঞ্চাইজি ইন্টার মিয়ামিতে যোগ দিতে যাচ্ছেন বলে সংবাদধ্যমের রিপোর্টে বলা হয়েছে। জুভেন্টাস হিগুয়েইনের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দেয়ার পরপরই ইন্টার মিয়ামির কোচ দিয়েগো আলনসো সাংবাদিকদের জানিয়েছেন, ওই ফুটবলার ফ্লোরিডা ভিত্তিক দলের অংশ হতে যাচ্ছেন।
তিনি বলেন, ‘গঞ্জালো ক্লাবের সঙ্গে চুক্তির বিষয়াদি চূড়ান্ত করছেন। আশা করছি, এই সপ্তাহেই আপনাদের কাছে বড় খবরটি দিতে পারব। বলতে পারব সে আমাদের খেলোয়াড়।’
জুভেন্টাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই চুক্তি বাতিলে প্রায় ১৮.৩ মিলিয়ন ইউরোর নেতিবাচক আর্থনৈতিক প্রভাব তৈরি করবে।’
২০১৬ সালে নাপোলি থেকে হিগুয়েইনকে দলভুক্ত করার সময় রিলিজ ক্লজের ৯০ মিলিয়ন ইউরো পরিশোধ করেছিল জুভেন্টাস। ধারে এসি মিলান ও চেলসিতে যাবার আগে তিনি ব্যর্থতার মধ্যে ঘুরপাক খাচ্ছিলেন।