ছোট্ট তরী

8

নিলুফার জাহান

ক্ষণিক জীবন ধরার মাঝে
ছোট্ট ভাসা তরী
খেলার ছলে চলছে যেনো
নদীর পথটা ধরি।

তবু মানুষ স্বপ্ন দেখে
অনেক আশা বুকে
ক্ষণস্থায়ী সুখের খোঁজে
জীবন কাটায় দুখে।

কচু পাতার উপর জীবন
গড়ায় পড়া পানি
হাজার বায়না তবু করি
মরণ আসবে জানি।

জন্ম যখন হলো আমার
থামবে জীবন তরী
সত্য -ন্যায়ের পথে চলে
জীবন টাকে গড়ি।

ছোট্ট জীবন থাকে যদি
ভালো কাজে ভরা
মুক্তোর মত জ্বলবে আলো
আসলে বাঁধা জ্বরা।

হিসেব চাইলে প্রভু আমার
আছে কী কাজ ভালো?
ভালো কাজে বেহেস্ত হবে
কবর হবে আলো।