অতীতের স্মৃতি

8

মোঃ শহিদুল ইসলাম (ইমরান)

আজ ও আমি খুচ্ছি যাকে পাচ্ছিনা গো ভব মাঝে
শৈশব থেকে আজ উবদী ঘটে গেছে কত স্মৃতি
ছোট গ্রামের কুড়ে ঘরে ছিলাম আমি মনের সুখে
সুন্দর সেই প্রকৃতির মাঝে
দিন গুলো চলে গেল সকাল-সাজে।
খুচ্ছি সেই প্রকৃতির খেলা সকাল বেলা পাখির মেলা
সুন্দর সেই প্রকৃতির রূপ কোথায় গেছে কত দূর?
ছোট বেলার স্মৃতির রাজা বর্ষাকালের বাদলা ভেজা
গ্রীষ্মকালের গরম তাপে আম পাকার গন্ধ আসে।
শরৎকালের কাঁশফুল মাঝির কাছে সুখের মূল
হেমন্তের সোনাঁলী পাকা ধান কৃষকের মন জুড়িয়ে আনে প্রাণ
বসন্তের আসে অতিথি পাখির ঝাঁক কুকিলের কুহু কুহু ডাক
শীতের কুয়াশায় ভেজা সকাল অসহ্য সেই ঠান্ডা বিকাল
প্রকৃতির সেই মন জুড়ানো রূপ কোথায় আছে, কত দূর?
পাবো তাকে কোথায় গেলে সে কি আছে এ জগতের মাঝে
পাচ্ছি না গো প্রকৃতির সেই সাজে
সে যে আছে শুধু আমার মনের মাঝে।