ক্ষণিকের জীবন

13

ফেরদৌসী খানম রীনা

পৃথিবীটা ক্ষণিকের তাই
করো ভালো কাজ,
ভালো কাজে পরপারে
পরবে মাথায় তাজ।

কাজে কর্মে জীবন পথে
করছো যতো পাপ,
দু’হাত তুলে চাইলে ক্ষমা
করবে প্রভু মাফ।

দু’দিনের এ দুনিয়াতে
দেখাও কিসের বল,
জীবনটাতো কিছুক্ষণের
হাওয়ার একটা কল।

মরার আগে রবের কাছে
চেয়ে নাও গো ক্ষমা,
হিসাব একদিন দিতে হবে
যা করেছো জমা।

খোদাতায়ালা দিলেন জীবন
তিনি করবেন পার,
আমরা শুধু চাইবো ক্ষমা
তার কাছে বার-বার।

সকল কাজে আল্লাহর কাছে
চাইবো যে দিদার,
তবে খোদা খুশি হয়ে করবে
গুনা মাফ সবার।

মা-বাবাকে ভালোবেসে দেই
মর্যাদা ও সম্মান,
তারাই তো গড়ে দিলেন
আমাদের জীবন।

দু’দিনের এ দুনিয়াতে হিংসা
ও অহংকার ভুলে,
মিলেমিশে থাকবো সবাই
হাসবো প্রাণ খুলে।

সকল কাজে আল্লাহর কাছে
করবো প্রার্থনা,
তবে খোদা খুশি হয়ে করবে
আমাদের মার্জনা।