নগরীতে ফার্মেসীসহ ৫ ব্যবসা-প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

5

স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীতে ভোক্তা আইনে ফার্মেসীসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযানটি মেডিকেল রোড, আম্বরখানা এবং কালীঘাটে এই অভিযান পরিচালিত হয়।
সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ও জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল মাসুদের নেতৃত্বে যৌথভাবে পরিচালিত এ অভিযানে মেয়াদহীন ওষুধ এবং অনুমোদনহীন স্যালাইন বিক্রি করার অপরাধে এ ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে মিনতি মেডিকেল ফার্মেসিকে ৫ হাজার টাকা, মেয়াদহীন দই রাখায় ও মূল্যতালিকা প্রদর্শন না করায় জেস্ট ডিসকাউন্ট শপকে ১০ হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় কামনা স্টোরকে ৫ হাজার টাকাসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।