প্রায় সাড়ে ৩ ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

6

স্টাফ রিপোর্টার :
ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা বাগান এলাকায় লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। প্রায় সাড়ে ৩ ঘন্টা পর সারা দেশের সঙ্গে আবার সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান জানান, ৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মোমিনছড়া চা বাগান এলাকায় লাইনচ্যুত হয়। তিনি আরও জানান, দুপুরের দিকে উদ্ধারকারীরা ট্রেনটিকে উদ্ধার করে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তিনি বলেন, ট্রেনের বগিটি উদ্ধারের পর মাইজগাঁও রেল স্টেশনে রাখা হয়েছে।