বালাগঞ্জ বিএনপি’র ১৭ নেতাকর্মীর জামিন লাভ

5

সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ সময়ের পর তাকে বিচারিক আদালতে জামিন আবেদন করতে নির্দেশ দেন হাইকোর্ট।
বিএনপি’র ১৭ নেতা-কর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর রবিবার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি এম.এনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট কামরুজ্জামান সেলিম।
জামিনপ্রাপ্তরা হলেন- বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম মুজিবুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক আদিল আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহীন আহমদ, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা শাহরিয়ার আহমদ খালেদ, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা নুরুল ইসলাম, বালাগঞ্জ সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুনেদ আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-জলবায়ু সম্পাদক জাবুল আহমদ, ইমন এহসান, আবুল কালাম, আনছার আলী, ইমাম উদ্দিন, আমিনুর রহমান তুহেল, নুরুল ইসলাম নিহাদ, শাহরিয়ার হুসাইন লিমন, মোঃ শাহজাহান, আলীম আহমদ, সোহেল আহমদ মামুন। বিজ্ঞপ্তি