করোনা আক্রান্তে ফের বিশ্ব রেকর্ড

8

কাজিরবাজার ডেস্ক :
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে ইউরোপে। ফ্রান্সে সংক্রমণের উর্ধগতি দেখা যাওয়ায় কঠোর বিধিনিষেধের কথা ভাবছে দেশটির সরকার। আর ভারতে সংক্রমণে বিশ^রেকর্ড হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা আক্রান্তেও বিশ্বরেকর্ড হয়েছে। একদিনে ৩ লাখ ২ হাজার ৫৭০ জন সংক্রমিত হয়েছেন।
ওয়ার্ল্ডোমিটারের মতে, বিশ^জুড়ে শুক্রবার পর্যন্ত ২ কোটি ৮৩ লাখ ৬৪ হাজার ৬০৮ জন আক্রান্ত। মারা গেছেন ৯ লাখ ১৪ হাজার ৪৮৯ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৩ লাখ ৬৫ হাজার ৮৩৫ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৭০ লাখ ৮৪ হাজার ২৮৪ জন। যাদের মধ্যে ৬০ হাজার ৭৮৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাণঘাতী করোনার সংক্রমণের নতুন ঊর্ধ্বগতি দেখে বিচলিত ফ্রান্সের সরকার দেশজুড়ে কঠোর বিধিনিষেধ দেয়ার পরিকল্পনা করছে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির কর্মকর্তারা। কর্তৃপক্ষের দেয়া তথ্যানুযায়ী, দেশটিতে ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন প্রায় ১০ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কি কি ব্যবস্থা নেয়া যায় তা ঠিক করতে দেশটির বিভিন্ন মন্ত্রী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বৈঠকে বসছেন। ফ্রান্সে ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সরকারকে পরামর্শ দেয়া সায়েন্টিফিক কাউন্সিলের প্রধান জঁ-ফ্রঁস ডেলফ্রেসি প্রাদুর্ভাব ঠেকাতে শীঘ্রই কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হতে পারে। মন্ত্রী এবং বিশেষজ্ঞদের বৈঠক থেকে ফ্রান্সের বাসিন্দাদের আগামী কয়েক সপ্তাহ কি ঘটতে যাচ্ছে, সে সম্বন্ধে একটি স্বচ্ছ ধারণা দেয়া যাবে বলে আশা করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, আমাদের যতখানি সম্ভব স্বচ্ছ ও স্পষ্ট হওয়া প্রয়োজন। প্রয়োজন আতঙ্ক না ছড়িয়ে বাস্তববাদী হওয়া। কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা বিবেচনায় বিশ্বের দেশগুলোর মধ্যে সপ্তম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত ৩ লাখ ৯২ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছেন। করোনায় ইউরোপের এ দেশটির প্রায় ৩১ হাজার মানুষের প্রাণও কেড়ে নিয়েছে।
ভারতে আরও ১২১৩ মৃত্যু : বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনায় ভারতে একদিনেই এক হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে কোভিড-১৯ এ দেশটির ৭৬ হাজার ৩৩৬ জনেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিল। শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৯৬ হাজার ৫৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ৯৫ হাজার ৭৩৫। প্রায় এক মাস ধরে প্রতিদিনই বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে। দৈনিক শনাক্তের ক্ষেত্রেও দেশটি প্রতিদিন আগের দিনের রেকর্ড টপকাচ্ছে। এ হারে চলতে থাকলে অল্প কয়েকদিনের মধ্যেই একদিনে লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
শনাক্ত রোগীর সংখ্যায় সবার ওপরে থাকা যুক্তরাষ্ট্রে এখন প্রতিদিন রোগী মিলছে ভারতের এক-তৃতীয়াংশ। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলেও শনাক্ত রোগী কমছে। ভারতে শুক্রবার পর্যন্ত ৪৫ লাখ ৬৬ হাজার ৫২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে সরকারী হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে মহারাষ্ট্রে।